Father's Day | 20 Jun 2021
Father's Day is a holiday of honoring fatherhood and paternal bonds, as well as the influence of fathers
in society. In Catholic countries of Europe, it has been celebrated on 19 March as Saint Joseph's Day since the Middle Ages. In the United States, Father's Day was founded by Sonora Smart Dodd and celebrated on the third Sunday of June for the first time in 1910. The day is held on various dates across the world and different regions maintain their own traditions of honoring fatherhood.Father's Day is a recognized Public holiday in Lithuania and some parts of Spain, and was regarded as such in Italy until 1977. It is a national holiday in Estonia, Samoa, and equivalently in South Korea, where it is celebrated as Parents Day. The holiday complements similar celebrations honoring family members, such as Mother's Day, Siblings Day, and Grandparents' Day.
For centuries, the Eastern Orthodox Church has appointed the second Sunday before Nativity as the Sunday of the Forefathers to commemorate the ancestors of Christ according to the flesh, starting with Adam and emphasizing the Patriarch Abraham, to whom God said,
In thy seed shall all of the nations of the earth be blessed
— Genesis 12:3, 22:18
পিতৃ দিবস মধ্যযুগ থেকে ইউরোপের ক্যাথলিক দেশগুলোতে মার্চ এর ১৯ তারিখে সেন্ট জোসেফ দিবস হিসেবে পালিত হচ্ছে।আমেরিকার দেশগুলোতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়।
বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে পিতৃ দিবস পালন শুরু হয়। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল - এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়।আবার, সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও পিতৃ দিবসের আইডিয়া আসে। যদিও তিনি ১৯০৯ সালে, ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে, সেই পুরোহিত আবার মা’কে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তার মনে হয়, তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড আবার তার বাবাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থ্যাৎ ১৯শে জুন, ১৯১০ সালের থেকে বাবা দিবস পালন করা শুরু করেন।
পিতৃ দিবস বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই পালিত হতো! আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, পিতৃ দিবসে মোটেও তেমনটা দেখাতো না, বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়, ১৯১৩ সালে আমেরিকান সংসদে পিতৃ দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পিতৃ দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে পালিত হয়।
কয়েক শতাব্দী ধরে, পূর্ব অর্থোডক্স চার্চ জন্মের আগে দ্বিতীয় রবিবারকে মাংস অনুসারে খ্রিস্টের পূর্বপুরুষদের স্মরণে পূর্বের রবিবার হিসাবে নিয়োগ করেছে, আদম থেকে শুরু করে এবং পিতৃপুরুষ আব্রাহামকে জোর দিয়েছিলেন, যাকে God শ্বর বলেছেন,
তোমার বংশে পৃথিবীর সমস্ত জাতি ধন্য হবে;
No comments